পশ্চিমতীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩

post top

পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনী সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানিয়েছে।
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াফা’ বলেছে, জেনিন শরণার্থী শিবিরের কাছে একদল লোকের ওপর ইসরায়েলি বিমান থেকে দ’ুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাস প্রতিরোধী কার্যক্রম চালিয়েছে।
বিবৃতিতে হতাহতের কথা উল্লেখ করা হয়নি।
জাতিসংঘ মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকে পশ্চিম তীরে তেলআবিবের হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল এ যুদ্ধ ঘোষণা করে।

print

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *