পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় ছাত্রলীগ নেতা আতিক

post top

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): সাভার উপজেলাসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জনপ্রিয় ছাত্র নেতা আতিকুর রহমান আতিক। শনিবার (৯ জুলাই) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বাণীতে তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভার উপজেলাবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

জনপ্রিয় এই ছাত্র নেতা আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। সাভার উপজেলার সকল জনগণ, সর্বস্তরের দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খীসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক।

print

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 3 =