ধামরাইয়ে জঙ্গি সংগঠনের পাঁচ সদস্য আটক

স্পেশাল করেসপন্ডেন্ট: ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
সোমবার (২৭ জুলাই) ভোর রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জঙ্গি সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মিজানুর রহমান পলাশ (৩৫), দুরুল হুদা (৪৫), আব্দুর রশিদ (২১), রাসেল মিয়া (২৭) ও আব্দুল হাই। এসময় তাদের কাছ থেকে রাষ্ট্র বিরোধী উগ্রবাদী বিভিন্ন বই উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটককৃত জঙ্গি সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
নিউজটি শেয়ার করুন।
