দানের প্রতিদান – তানিয়া শারমীন তানিশা

দানের প্রতিদান
তানিয়া শারমীন তানিশা
দানকে করো প্রসার
এক টাকার বিনিময়ে
সে দান বৃদ্ধি হয়ে ফিরে আসবে
একশত গুন,
কৃপন ব্যক্তির সঞ্চিত ধন
লাগবে না কোনো কাজে
দানের হাতকে বাড়াতে হবে
হিসেব দিতে হবে তার কাছে।
এতিম, মিসকিন, অভাবীদের
প্রকাশ্যে ও গোপনে করো দান
আখেরাতে পুরস্কৃত হবে
পাবে দানের প্রতিদান
প্রভাবশালী লোকেরা দানের ক্ষেত্রে
হও উদার
আল্লাহর পথে ব্যয় করো
উৎকৃষ্ট অংশ থেকে যদি হয়।
নিছক লোক দেখানো ব্যয়
দান খয়রাতকে কে করে নষ্ট।
গভীর আবেগ সহকারে
আল্লাহর পথে ব্যয়
আল্লাহর পক্ষ থেকে তার প্রতিদান ও হবে
অনেক বেশী ধার্য।
দান সাদাকা প্রদানকারী
নারী ও পূরুষ
আল্লাহর পথে দান করলে
হবে আল্লাহর পথে ঋন
উত্তম ঋন দান করলে
প্রতিদান কয়েকগুন বৃদ্ধি হয়ে
আসবে সেই ঋন।