“”তোমার প্রেয়সী”” (শান্তা শ্রাবন্তী)

“”তোমার প্রেয়সী””
শান্তা শ্রাবন্তী
যখন আমায় মনে পড়বে
তখন সেই
জোৎস্না গলা পাহাড়ের গায়ে
আমায় তুমি খুঁজে নিও!
যখন আমায় মনে পড়বে তখন………………
রাতের সমুদ্রের কাছে যেয়ে
আমায় নাম ধরে ডেকে নিও!
যখন আমায় মনে পড়বে
কনকনে শীতের রাতে
কুয়াশা ভেজা অন্ধকার ছাদে …………………..
তোমার প্রেয়সী কে দেখে নিও!
যখন আমায় মনে পরবে,
গোলাপ-বেলির
সংমিশ্রিত সুগন্ধিতে
আমায় তুমি খুঁজে নিও…………..