চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে সিএমপি। এর জেরে বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নগরের খুলশী থানার রেলগেট ট্রাফিক পুলিশের বক্সে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ওসি প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।
গত ১১ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞাপ্তি জানানো হয়, মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও গ্রাম সিএনজিচালিত অটোরিকশা চলাচল অনুমোদিত নয়। এসব যানবাহনের কারণে নগরীতে তীব্র যানজট তৈরি হচ্ছে, সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।