৫ আগস্ট (মঙ্গলবার) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গণমিছিল পূর্ব বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন। এদেশের কিছুসংখ্যক মানুষ ও বিশেষ রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই-আগষ্টের মুক্তিযোদ্ধা। তাই এ বিষয়ে কোন বিভেদ সৃষ্টি না করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, আইনবিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, মোঃ লুৎফর রহমান মোল্লা, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ আরো অনেকে।
এসময় তিনি আরো বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী-বাকশালীরা এদেশে যে দুঃশাসন চালিয়েছে তার প্রেক্ষিতে এদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় করতে বাধ্য করেছে। তারা ফিরে আসার জন্য সার্বক্ষনিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এজন্য জামায়াতের কর্মীদেরকে এদেশের জনতাকে সাথে নিয়ে তাদের এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেবে না। আর যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও জনগণ কোন ভাবেই মেনে নেবে না। তিনি বলেন, জামায়াত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করছে, এটি অব্যাহত রাখবে। তিনি দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান।
মাওলানা দেলোয়ার হোসাইন আরও বলেন, ‘আমরা বিগত ৫৪ বছরের শাসনামলে মানুষের মুক্তির দেখা পাই নাই। জনগণের অধিকার নিশ্চিত হয় নাই। জামায়াতের উপর আস্থা রেখে একবার সুযোগ দিলে আমরা এদেশে ইতিহাস তৈরি করবো। দুর্নীতিবাজদের হয় দুর্নীতি ছাড়তে হবে, নয়তো জেলে যেতে হবে।
গণমিছিলটি সাভার মডেল মসজিদ থেকে শুরু হয়ে রেডিও কলোনী বাসস্ট্যান্ডে এসে জেলা আমীরের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।