গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় অনিশ্চয়তা উদ্যেগ নেই সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক

গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় অনিশ্চয়তা
উদ্যেগ নেই সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক
মোহাম্মদ তৌহিদ-সিনিয়র-করেসপন্ডেন্ট :
দেশের চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনিশ্চয়তায় গণমাধ্যম কর্মীরা।
দেশের প্রত্যেকটি মূহুর্তে গণমাধ্যমের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ও অপরিসীম।দেশের এমন গুরুত্বপূর্ণ পেশাজীবি গণমাধ্যম কর্মীরাই আজ অবহেলিত,জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নিয়োজিত গণমাধ্যম কর্মীদের দিকে নজর নেই কারো।দেশের এমন চলমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক কোন উদ্যেগ নিতে দেখা যায়নি এখনো।
এমতাবস্থায় সারা দেশের গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন এখনো।
দেশের এমন ভয়াবহ পরিস্তিতিতে গণমাধ্যম কর্মীদের ঝুঁকি এড়াতে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকার ও গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি বিনীত আহবান জানিয়েছেন আনোয়ারা অনলাইন প্রেসক্লাব।
চট্টগ্রামের একাধিক সংবাদকর্মীদের সাথে কথা বললে তারা বলেন দেশের এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি,দুঃখের বিষয় হলো সংবাদকর্মীদের জন্য কারো মায়া হয়না,এখনো পর্যন্ত কেউ বলতে দেখিনি’যে, জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নিয়োজিত সংবাদকর্মীদের কি অবস্থা, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত আছে কি-না।এ-সময় গণমাধ্যম কর্মীরা সরকারের প্রতি মাঠে নিয়োজিত সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।
