কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন ফুটবল দল কে ২-১ গোলে পরাজিত করে ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ জয়ী হয়।
রোববার বিকেলে নানা আয়োজনের মাধ্যমে উদ্বোধন হয়ে গেল কোম্পানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধনী ও অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী শামীম আহমদ শামিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার লুসিকান্ত হাজং সভাপতিত্বে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিয়াদ আলী,৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার ,২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম, উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যখন যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, টুকেরগাও আদর্শ ক্লাব সভাপতি রাইসুল ইসলাম রাজন, উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমান সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।