কবি দিলদার হোসেনের ‘বঙ্গবন্ধু ও নজরুল’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

শুক্রবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা প্রকাশ বাংলাদেশ স্টলের সামনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। ভাষাপ্রকাশ বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে।
বইটির মোড়ক উন্মোচন করেন লেখক আহসান হাবীব। বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষাপ্রকাশ বাংলাদেশের ৫০ নম্বর স্টলে।
অনুষ্ঠানে কবি দিলওয়ার হোসেন বলেন, ‘অনেক মানহীন বইয়ের ভিড়ে ভালো লেখাগুলো খুঁজে পড়ুন। এখন চাইলেই লেখক হওয়া যাচ্ছে। বইয়ে বইয়ে ভরে যাচ্ছে বইমেলা। তাই জেনেশুনে প্রকৃত লেখকের এর বই পড়ুন।’
কবি দিলদার হোসেনের শতাধিক মৌলিক বইয়ের একক স্টলটি রয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। প্রতিবারের মতো এবারও তার বইয়ের স্টল বেশ সাদামাটাভাবে সাজিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখকের ২২ জন সৃজনশীল ও মননশীল বন্ধু।