আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও নিবিঘ্নে পালনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর থানা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৬ সেপ্টেম্বর)রাতে উপজেলার শ্যামগঞ্জে ইন্দু ভূষন রায়ের ঘরে এ সভা অনুষ্ঠিত হয়। শ্যামগঞ্জ কালি বাড়ী ও আশ্রম কমিটির সভাপতি উষা রঞ্জন রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর থানার ওসি মোঃ কামরুল ইসলাম মিয়া, পূজার আইন শৃংখলা বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে উপর বক্তব্য রাখেন এসো পূজা করি কমিটির সভাপতি ও মইলাকান্দা ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক সুশান্ত কুমার রায় তপন, সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, ইউনিয়ন আ”লীগের সহ সভাপতি শ্যামল ঘোষ, কালিবাড়ী ও আশ্রম কমিটির সাধারন সম্পাদক বাবুল কুমার চন্দ, সহ সাধারন সম্পাদক সাংবাদিক তিলক রায় টুলু প্রমুখ। সভায় মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ এলাকার ৬ টি ও সিধলা ইউনিয়নের ১টি পূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।