আশুলিয়ায় ভোট কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আশুলিয়ায় নৌকা মার্কার প্রার্থী শাহাবুদ্দিন মাদবরকে অবৈধ ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণার অভিযোগ তুলে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ।
গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়ার গৌরিপুর রাজু মার্কেট এলাকায় এ সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন, গত (৫ জানুয়ারি) ৫ ধাপের নিবার্চনে আশুলিয়া ইউনিয়ন পরিষদের সরকার দলীয় প্রার্থী সাহাব উদ্দিন মাদবর ও তার দুই থেকে তিন শতাধিক সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদান করা সহ আনারস প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ বিষয়ে গত (২ফেব্রয়ারী ) প্রথম সিনিয়র সহকারী জজ আদালত ট্রাইবুনালে মামলা করেন স্বতন্ত্র আনসার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ।
print
Share this post