আশুলিয়ায় বিপুল পরিমাণ হেরোইন-ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে, একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার উত্তর বাইপাইল মন্ডলবাড়ির বাঁশবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বগুড়া জেলার গাবতলী থানার কৃষ্ণচন্দ্রপুর এলাকার মৃত বাবু মিয়ার ছেলে মো. বায়েজিদ হোসেন (৪০)। তিনি বর্তমানে আশুলিয়ার উত্তর বাইপাইল বাঁশবাগান এলাকার হারুন মন্ডলের বাড়ির ভাড়াটিয়া। মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নেহালপুর এলাকার মৃত চাঁন উদ্দিন শেখের ছেলে মো. নুর ইসলাম শেখ (৪৮)। তিনি আশুলিয়ার উত্তর বাইপাইল মন্ডলবাড়ির বাঁশবাগান এলাকার হাবিব শেখের বাড়ির ভাড়াটিয়া।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, সোমবার বিকেলে এসআই আবুল হাসান, এএসআই ফয়সাল মুরাদ, এএসআই আনোয়ার হোসেন, এএসআই ফিরোজকে সঙ্গে নিয়ে আশুলিয়ার উত্তর বাইপাইল মন্ডলবাড়ির বাঁশবাগান এলাকায় একটি শাখা সড়কে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
তিনি আরো জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।