“অচেনা শহর ” তানিয়া শারমীন তানিশা 

post top
 “অচেনা শহর “
তানিয়া শারমীন তানিশা 
আমার চেনা শহর ছেড়ে আমি এখন অনেক দূরে
আমার চেনা শহর এখন আমার কাছে অচেনা
সেখানে আমার মত সামান্য মানুষটির নেই ঠাই
আমার মায়া দিয়ে সাজিয়ে ছিলাম আমার
চেনা শহরকে 
এখন বুঝে নিলাম আমি ভূলে চেনা শহরের দিকে তাকিয়ে ছিলাম
আমি অন্ধের মত ভালোবাসার চেষ্টা করেছি
চেনা শহরের সেই বসবাসরত মানুষ গুলোকে
যাদের কাছে আমার বিন্দুমাত্র সন্মান নেই। 
আমি আমার চেনা শহরের দিকে এখন ফিরে তাকিয়ে 
দেখি না 
অচেনা শহর 
অচেনা শহরের দিকে এগিয়ে যাচ্ছি
সেখানকার অচেনা মানুষ গুলো আমাকে
বুঝবে ভালোবাসবে 
বুকের মধ্যে করে আগলিয়ে রাখবে 
আমার জমানো কান্না চাপা কন্ঠ 
চাপা কষ্ট অচেনা শহরের মানুষ গুলো 
নীরবে শুনবে আমি চিৎকার করে মন খুলে
অচেনা শহরের কাছে আশ্রিত হয়ে
বেঁচে  থাকাবো।।।।
একদিন আমার চেনা শহরের নির্দয়  মানুষ গুলোকে
ভূলে যাবো 
ভূলে যাবো আমার অতীত 
যারা আমার সরলতাকে ভালোবাসতে পারিনি
ভালোবাসতে পারেনি একটি  সুন্দর মনকে
আমি হেরে গেলাম 
তাদের সাথে যারা আমার কষ্টকে বুঝতে চেষ্টা করেনি
অচেনা শহরের মানুষ আমি 
আমার শেষ সময়ে তারাই মালিক হয়ে
থাকবে পাশে 
চিরনিদ্রায় শায়িত করবে আমার শেষ ইচ্ছে পূরন 
হবে।।।
print

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *